• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১২, ২০১৯, ০৪:৪১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১২, ২০১৯, ০৪:৪১ পিএম

রাজধানীর বাইরেই ১,২৫১ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২,০৯৩ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২,০৯৩ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ২ হাজার ৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে ১ হাজার ২৫১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে- ঢাকা বিভাগে ২৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৯ জন, খুলনা বিভাগে ১৭৯ জন, রংপুর বিভাগে ৯৪ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, সিলেট বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৯০ জন। 

স্বাস্থ্য অধিদফতরাধীন হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন আক্রান্তদের নিয়ে এ বছর (১২ আগস্ট পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ৪৩ হাজার ২৭১ জনে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ হাজার ৬ জন। ঢাকার বাইরে ৩,৮০৪ জন  স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

নতুন আক্রান্ত আক্রান্ত ২,০৯৩ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৫ জন, মিটফোর্ড হাসপাতালে ৭০ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩০ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৬৮ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২৯ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১১৯ জন, বিজিবি হাসপাতালে ৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

এছাড়া, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩৭ জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, বারডেম হাসপাতালে ১৫জন, ইবনে সিনা হাসপাতালে ১০ জন, স্কয়ার হাসপাতালে ১১ জন, কমফোর্ট নার্সিংয়ে ২ জন, শমরিতা হাসপাতালে ৩ জন, ল্যাবএইডে ২ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৪ জন, হাই কেয়ার হাসপাতালে ৩ জন, হেলথ অ্যান্ড হোপে ১ জন, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২১ জন, ইউনাইটেড হাসপাতালে ৪ জন, খিদমাহ হাসপাতালে ১৩ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, অ্যাপোলো হাসপাতালে ১০ জন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, বিআরবি হাসপাতালে ১ জন, আজগর আলী হাসপাতালে ১৯ জন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৭ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, সালাউদ্দিন হাসপাতালে ১২ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ৮ জন, আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বলে দৈনিক জাগরণকে জানান হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ও চিকিৎসক আয়েশা আক্তার।

১১ আগস্ট (সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) ২,৩৩৪ জন, ১০ আগস্ট ২,১৭৬ জন, ৯ আগস্ট ২,০০২ জন, ৮ আগস্ট ২,৩২৬ জন, ৭ আগস্ট ২,৪২৮ জন, ৬ আগস্ট ২,৩৪৮ জন, ৫ আগস্ট ২,০৬৫ জন, ৪ আগস্ট ১,৮৭০ জন, ৩ আগস্ট ১,৬৪৯ জন, ২ আগস্ট ১,৬৮৭ জন, ১ আগস্ট ১,৭১২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪০ জন। এর মধ্যে ঢাকার ভেতর সরকারি হাসপাতালে ৬ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন এবং ঢাকার বাইরে একজন।

আরএম/ এফসি

আরও পড়ুন