অবশেষে অপরাধী প্রত্যর্পণ বিল বাতিল করলো হংকং

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৯, ০৫:৫৮ পিএম অবশেষে অপরাধী প্রত্যর্পণ বিল বাতিল করলো হংকং

কয়েক মাসব্যাপী টানা বিক্ষোভের মুখে অবশেষে আনুষ্ঠানিকভাবে হংকংয়ের অপরাধী প্রত্যর্পণ বিল বাতিল করেছে।

বুধবার (২৩ অক্টোবর) রয়টার্স প্রকাশিত এক সংবাদে জানা যায়, এক বিবৃতি প্রকাশের মাধ্যমে প্রত্যর্পণ  এ ঘোষণা দেন অঞ্চলটির নিরাপত্তা বিষয়ক সচিব। গণতন্ত্রপন্থি আইনজীবীরা তাকে প্রশ্ন করতে চাইলে তিনি না করে দেন। এদিকে, হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে ছেড়ে দিয়েছে হংকং কর্তৃপক্ষ। 

অন্যদিকে আগামী ৬ মাসের মধ্যে হংকং এর প্রধান নির্বাহী ক্যারি লামের জায়গায় অন্য কাউকে নিয়োগ দিতে পারে চীন। 

দ্য ফিনান্সিয়াল টাইমস এ খবর প্রকাশ করেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর অনুমতি পেলেই আগামী মার্চের মধ্যে ক্যারি লামের পরিবর্তে একজন অন্তর্বর্তী প্রধান নির্বাহীকে নিয়োগ দেয়া হবে বলেও জানানো হয়।

এসকে

আরও সংবাদ