• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২, ২০১৯, ১১:৩৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২, ২০১৯, ১১:৩৯ এএম

চীনের জাতীয় দিবসে রক্তাক্ত হংকং

চীনের জাতীয় দিবসে রক্তাক্ত হংকং

চীনের ৭০তম জাতীয় দিবসে হংকংয়ের রাজপথে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। পুলিশ প্রধান স্টিফেন লো’র ভাষায়, এই দিনটি ছিল হংকংয়ের ইতিহাসে সবচেয়ে সহিংস ও বিশৃঙ্খল দিনের একটি।

বিবিসির বরাত দিয়ে চ্যানেল আই বুধবার (২ অক্টোবর) জানায়, হংকংয়ের ১৮টি জেলার প্রায় সবকটিতে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার প্রায় ১০ লাখ মানুষ বিক্ষোভ র‌্যালি শুরু করলে পুলিশের বাধার ‍মুখে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ।

সুয়েন ওয়ানে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি ছুড়লে ১৮ বছর বয়সী একজন বিক্ষোভকারী বুকে গুলিবিদ্ধ হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও পিপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। পাল্টা ইট-পাথর ও পেট্রোল বোমা ছুড়ে জবাব দিয়েছে বিক্ষোভকারীরা।

তবে ৬ রাউন্ড আসল গুলি ছোড়ার বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। চীনের জাতীয় দিবসকে আন্দোলনকারীরা শোক দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন।

ওদিকে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এসএমএম