চীনের খনিতে বিস্ফোরণ, ১৫ শ্রমিক নিহত

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০১:১১ পিএম চীনের খনিতে বিস্ফোরণ, ১৫ শ্রমিক নিহত

এশিয়ার দেশ চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানজির একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া আরও কমপক্ষে নয় শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সোমবার (১৮ নভেম্বর) দুপুরের পর খনিটিতে ভয়াবহ এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। গভীর এই খনিটির মালিকানায় রয়েছে ‘শানজি পিনজিয়াও ফেনজিয়ান কোয়েল অ্যান্ড কোক’ নামে একটি চীনা প্রতিষ্ঠান।

উদ্ধার কর্মকর্তাদের মতে, বিস্ফোরণের সময় খনিটির ভেতরে অন্তত ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। যাদের মধ্যে মাত্র ১১ জন বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

অভিযানে অংশ নেওয়া একজন কর্মকর্তা জানান, আহত খনি শ্রমিকদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাছাড়া বাকিদের বের করে আনার চেষ্টা চলছে। কর্মকর্তারা বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনার কারণে দেশটিতে প্রায়ই এমন খনি দুর্ঘটনা ঘটে থাকে।

যদিও গত সপ্তাহে স্টেট কাউন্সিল (চীনা কেবিনেট পরিষদ) এক বৈঠকে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল।

এসকে

আরও সংবাদ