এনআরসি ভারতকে ছিন্নভিন্ন করবে : সোনিয়া গান্ধী

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০৪:৫৭ পিএম এনআরসি ভারতকে ছিন্নভিন্ন করবে : সোনিয়া গান্ধী

নাগরিকত্ব সংশোধনী (এনআরসি) আইন ভারতের আত্মাকে ছিন্নভিন্ন করে দেবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। শনিবার (১৪ ) রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ‘ভারত বাঁচাও’ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে কংগ্রেস সভাপতি বলেছেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন হলে ভারতের আত্মা টুকরা টুকরা হয়ে যাবে। যদিও এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহর কোনো কিছু যায় আসে না।’

এর উদাহরণ হিসেবে সোনিয়া গান্ধী আসাম ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে চলমান সহিংসতার কথাও উল্লেখ করেন।

মোদী সরকারের সমালোচনা করে কংগ্রেস নেত্রী আরও বলেন, ‘সরকারের একমাত্র এজেন্ডা হচ্ছে প্রকৃত ইস্যুকে ধামাচাপা দিয়ে মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা। তারা প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘনের মাধ্যমে নতুন সাংবিধানিক দিবস উদযাপন করে।’

সোনিয়া গান্ধীর ভাষায়, ‘এখন সময় এসেছে দেশকে বাঁচানোর এবং এর জন্য আমাদের কঠিন সংগ্রাম করতে হবে।’

তিনি বলেন, ‘সরকারকে বলুন ত্যাগের জন্য আমরা সবসময় প্রস্তুত। কংগ্রেস কখনোই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পিছপা হবে না। দেশ, গণতন্ত্র ও সংবিধানের প্রতি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমারা দায়িত্ব পালন করব।’

এর আগে সোমবার (৯ ডিসেম্বর) ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটিতে প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এরপর বুধবার (১১ ডিসেম্বর) রাজ্যসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। আর বিপক্ষে পড়েছে ১০৫টি ভোট। যার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে বিতর্কিত এই বিলটিতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়।

এসকে

আরও সংবাদ