“বিজেপি মসজিদ ভাঙবে ও আজান নিষিদ্ধ করবে”

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১, ০৫:৩৭ পিএম “বিজেপি মসজিদ ভাঙবে ও আজান নিষিদ্ধ করবে”

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তৃতীয় দফায় ক্ষমতায় এলে দেশজুড়ে মসজিদ ভাঙবে আর আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে দাবি করেছেন আসামের ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল। গৌরীপুরের এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন তিনি। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে ভারতে।

হিন্দুস্তান টাইমস, এবিপি নিউজসহ ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমে বদরুদ্দিন আজমলের এই বক্তব্য শিরোনাম করেছে। বলেন, “৩,৫০০ মসজিদের তালিকা করেছে বিজেপি। ২০২৪ সালের নির্বাচনে জয় পেলে ক্ষমতায় এসেই এসব মসজিদ ভেঙে দেবে দলটি।”

তিন তালাকের বিবাহবিচ্ছেদের প্রথা বাতিলে আইন জারি ও বাবরি মসজিদ অন্যত্র সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়ায় বিজেপির কড়া সমালোচনা করেন আজমল। এমনকি ভবিষ্যতে মেয়েদের বোরকা পরা কিংবা ছেলেদের দাড়ি রাখার ওপরও বিজেপি নিষেধাজ্ঞা দিতে পারে বলে আশঙ্কা জানান তিনি। এপ্রিলে আসামের বিধানসভা নির্বাচনের আগে তার এমন বক্তব্যে বিপাকে পড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

এদিকে কোরআন শরিফে মৌখিক তালাকের বৈধতা আছে বলায় অনেকেই আজমলের বক্তব্যের পাল্টা সমালোচনা করেছেন। একে মুসলিমদের ভোট আদায়ের অপচেষ্টা বলে নিন্দা জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই বক্তব্য ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়ে বিজেপি নেতা মমিনুল আওয়াল জবাবে বলেন, “আমার মনে হয় ওনার কোরআন শরিফ পড়া উচিত। কেবল রাজ্যে অস্থিরতা ছড়ানোর জন্যই উনি এসব গুজব ছড়াচ্ছেন।”

বিধানসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেসের মহাজোটের অন্যতম শরিক দলের এই নেতার মন্তব্য ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ভারতে। যদিও ২০১৬ সালেও বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা হারায় কংগ্রেস জোট।

আরও সংবাদ