ইসরায়েলের বাধা ভেঙে আল-আকসায় ঈদ জামাত

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৩:০৭ পিএম ইসরায়েলের বাধা ভেঙে আল-আকসায় ঈদ জামাত

রাতভর সংঘর্ষ, ইসরায়েলের বিমান হামলা আর হামাসের পাল্টা হামলার মধ্যেই ফিলিস্তিনে উদযাপিত হচ্ছে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

বৃহস্পতিবার ভোর থেকেই জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢল নামে হাজারো মানুষের। করোনাকালীন বিধিনিষেধ আর ইসরায়েলি বাহিনীর বাধা সত্ত্বেও আয়োজিত হয়েছে ঈদ জামাত।

সংবাদমধ্যম জেরুজালেম পোস্ট জানায়, বুধবার রাতভর সংঘর্ষের পর সকালে পুরো এলাকা ঘেরাও করে রাখে পুলিশ। তবে সকাল হতেই দলে দলে মুসল্লিরা পুলিশি বাধা অতিক্রম করে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। 

আল-আকসার আল-হারাম শরিফের সামনে বৃহস্পতিবার (১৩ মে) প্রায় এক লাখ ফিলিস্তিনি ঈদের নামাজ আদায় করেন। সামাজিক মাধ্যমে ভিডিওতে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতেও উপস্থিত হতে দেখা গেছে অনেককে। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের বিজয় প্রার্থনা করে স্লোগান দেন অসংখ্য মানুষ।

এর আগে বুধবার রাতে জেরুজালেম এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে স্থানীয় ফিলিস্তিনিদের কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় অন্তত ৩৭ জনকে আটক করে পুলিশ।

আরও সংবাদ