ভারতে ৯৯৫ রুপিতে মিলছে রাশিয়ার টিকা

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৮:৩৮ পিএম ভারতে ৯৯৫ রুপিতে মিলছে রাশিয়ার টিকা

বেসরকারিভাবে রাশিয়ার স্পুটনিক ভি টিকার ব্যবহার শুরু করেছে ভারত। হায়দরাবাদে শুক্রবার (১৪ মে) এই রুশ টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাশিয়া থেকে আমদানি করা স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রতি ডোজ ৯৯৫ রুপি করে বিক্রি হবে। এরই মধ্যে প্রথম টিকার চলান বাজারে আসতে শুরু করেছে।

প্রতি ডোজ টিকায় মূল্যের সঙ্গে পাঁচ শতাংশ কর অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে স্পুটনিক ভি টিকা ভারতে উৎপাদন করা গেলে এই দাম কমতে পারে।

করোনা প্রতিরোধে ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকর রুশ টিকা বাজারজাত করছে ড. রেড্ডির ল্যাবরেটরিজ।  এটি ভারতে অনুমোদিত তৃতীয় করোনার টিকা।

আগামী সপ্তাহ থেকে এই ভ্যাকসিন বাজারে কিনতে পাওয়া যাবে বলে জানিয়েছে ভারত সরকার।

আরও সংবাদ