রাতের আঁধারে ১০০ জনকে হত্যা, বুর্কিনা ফাসোতে শোক

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২১, ০৮:১৯ পিএম রাতের আঁধারে ১০০ জনকে হত্যা, বুর্কিনা ফাসোতে শোক

গভীর রাতে জঙ্গিদের হত্যাযজ্ঞে স্তব্ধ পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো।

আল-জাজিরা জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতে সীমান্তবর্তী ইয়াঘা প্রদেশের সোলহান গ্রামে সসস্ত্র হামলা চালিয়ে প্রায় ১০০ গ্রামবাসীকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সরকার এর পেছনে স্থানীয় জঙ্গিগোষ্ঠীকে দায়ী করলেও এখনও পর্যন্ত কোন দল এর দায় স্বীকার করেনি। এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি।

প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর এই হামলাকে নিষ্ঠুর ‘বর্বরতা’ বলে শোক প্রকাশ করেছেন।

ইয়াঘা প্রদেশের প্রধান শহর সেব্বা থেকে ১৫ কিলোমিটার দূরের ছোট্ট গ্রাম সোলাহানে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি তৎপরতা অনেকাংশে বেড়ে গেছে।

বছরের শুরু থেকে পশ্চিম আফ্রিকার বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার এই তিন দেশেই আল-কায়েদা এবং আইএস সমর্থিত স্থানীয় জঙ্গিদের হামলা বেড়েছে।

প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে স্থানীয়রা। জঙ্গিদের এসব হামলা কারণে গৃহহীন হয়েছে এগার লাখ মানুষ।

গত পাঁচ বছর এটি বুর্কিনা ফাসোতে সবচেয়ে হামলা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও সংবাদ