• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৫, ২০২১, ০৫:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৫, ২০২১, ০৬:৩০ পিএম

রাশিয়া ভ্রমণ করলেই বিনামূল্যে টিকা!

রাশিয়া ভ্রমণ করলেই বিনামূল্যে টিকা!

বিদেশি ভ্রমণকারীদের বিনামূল্যে টিকা দেওয়ার চিন্তা করছে রাশিয়া সরকার। রয়টার্স জানায়, শুক্রবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের (এসপিআইইএফ) সম্মেলনে দেওয়া ভাষণে পুতিন আরও বলেন, স্পুটনিক ভি টিকার সুখ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে মস্কো। তাই বিদেশি নাগরিকদের জন্য বিনা মূল্যে টিকা দিতে চাচ্ছেন তিনি।

এ সময় পুতিন আরও বলেন, অনেকে কেবল টিকা নিতেই রাশিয়া আসছেন। তাই এই মাসের মধ্যে টিকা নিয়ে সব জটিলতা নিরসনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই মুহূর্তে ৬৬টি দেশে রাশিয়ার টিকা অনুমোদন পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় মেডিসিন এজেন্সিও (ইএমএ) এই টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়ার চিন্তা করছে।

গত সপ্তাহে রুশ স্বাস্থ্যমন্ত্রী জানান, রাশিয়ার ১৪ কোটি জনগণের মধ্যে ১ কোটি ৭০ লাখ লোক টিকা নিয়েছেন।

টিকার রাজনীতিতে এগিয়ে থাকতে দেশের জনগণের জন্য শতভাগ টিকা নিশ্চিত করার আগেই টিকা রপ্তানিতে জোর দিচ্ছে রুশ সরকার।

আরও পড়ুন