জামিন জালিয়াতি : দুজনকে পুলিশে দিয়েছেন হাইকোর্ট

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৮:৩৬ পিএম জামিন জালিয়াতি : দুজনকে পুলিশে দিয়েছেন হাইকোর্ট

নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রায় দেড় যুগ আগে করা এক মামলায় জালিয়াতি করে জামিন নেয়ার ঘটনায় আসামি ও তদবিরকারীকে পুলিশে দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও বিচারপতির নাম পরিবর্তন করে জালিয়াতির ঘটনা তদন্তে ব্যবস্থা নিতে রেজিস্ট্রার অফিসকে নির্দেশ দেয়া হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি এস এম কুদ্দস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এরপর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার অফিস দুজনকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয়। ওই দুই ব্যক্তি হলেন- ঝালকাঠির কাঠালিয়া থানার মরিচবুনিয়া এলাকার মোকলেছুর রহমানের ছেলে মজিবর রহমান ও তার জামিনের তদবিরকারী সোহাগ।

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন হেনা নাজমুন নাহার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.বশির উল্লাহ ও শাহীন আহমেদ খান।

এমএ/একেএস 

আরও সংবাদ