• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৪:১১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৪:১৪ পিএম

পুঠিয়ার ওসির বিষয়ে বিচার বিভাগীয় তদন্তে হাইকোর্টের নির্দেশ

পুঠিয়ার ওসির বিষয়ে বিচার বিভাগীয় তদন্তে হাইকোর্টের নির্দেশ

রাজশাহী জেলার পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিল আহমেদ বাপ্পীর বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

শ্রমিক নেতা মোহাম্মদ আলী হত্যা মামলার এজাহার পাল্টে ফেলার ঘটনায় সাকিল আহমেদের বিষয়ে বিচার বিভাগীয় এই তদন্তের নির্দেশ দেয় আদালত।

রাজশাহীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ৪৫ দিনের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে পুঠিয়া থানার ওসি সাকিল আহমেদকে কেন বরখাস্ত করা হবে না-এই মর্মে রুল জারি করা হয়েছে। 

আদালত বলেছেন, একজন ওসির বিরুদ্ধে যদি এত অভিযোগ উঠে, তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে?

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

এমএ/টিএফ
 

আরও পড়ুন