সুপ্রিম কোর্টের এক বিচারপতি করোনায় আক্রান্ত

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২০, ০৩:২৬ পিএম সুপ্রিম কোর্টের এক বিচারপতি করোনায় আক্রান্ত

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। বর্তমানে সিএমইএইচ হাসপাতালে ভর্তি আছেন তিনি।

গত ৮ মে করোনায় আক্রান্ত হন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। শুরুর দিকে সামান্য জ্বর ও কাশিতে ভুগছিলেন। পরে অবস্থার অবনতি হলে গত ১৩ মে তাকে মুগদার করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে সিএমইএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৮ সালের ৩১ মে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন শশাঙ্ক শেখর সরকার। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এসএমএম

আরও সংবাদ