নিয়মিত বেঞ্চ নয়, ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২০, ১২:৩৪ এএম নিয়মিত বেঞ্চ নয়, ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

করোনা পরিস্থিতিতে ভার্চুয়ালি আপিল ও হাইকোর্ট বিভাগের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় দুই বিভাগের বিচারকদের নিয়ে ভার্চুয়াল ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, হাইকোর্টে কমপক্ষে চার থেকে পাঁচটি দ্বৈত বেঞ্চ গঠন কোরে দেবেন প্রধান বিচারপতি। যেনো তারা নিয়মিত বেঞ্চের কার্যক্রমের মতো বিচারিক ক্ষমতায় ভার্চুয়াল শুনানি করতে পারেন। পরে প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করা হলে বাড়ানো হবে একক বেঞ্চের সংখ্যা।

পর্যায়ক্রমে হাইকোর্টের সব বিচারপতিকে ভার্চুয়াল কোর্টের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। আর পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপিল বিভাগের মামলার শুনানি করবেন বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান।

কেএপি

আরও সংবাদ