হ্যান্ড স্যানিটাইজারে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে নির্দেশ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০২০, ০১:১৩ এএম হ্যান্ড স্যানিটাইজারে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে নির্দেশ

হাতকে করোনামুক্ত রাখতে ব্যবহৃত হ্যান্ড সেনিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ অনুরূপ দ্রব্যসমূহের গায়ে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি তারিক উল হাকিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

এর আগে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ অনুরূপ দ্রব্য সমূহের গায়ে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করার জন্য জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন এর পক্ষে অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন রিট দায়ের করেন।

আইনজীবী মাহফুজুর রহমান মিলন বলেন, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ অনুরূপ দ্রব্য সমূহে ব্যবহৃত উপাদান সমূহ অত্যন্ত দাহ্য পদার্থ, এই দ্রব্যসমূহের গায়ে সতর্কতামূলক নির্দেশনা না থাকায়, অজ্ঞতাবশত এসব দ্রব্য ব্যবহারে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এইরূপ দুর্ঘটনায় একজন ডাক্তার মৃত্যু বরণ করেছেন। এ কারণে জনস্বার্থে রিটটি দায়ের করেছি।

কেএপি

আরও সংবাদ