‘মুজিব’ গ্রাফিক নভেলের ৭ম সংস্করণের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০, ১০:৩৮ এএম ‘মুজিব’ গ্রাফিক নভেলের ৭ম সংস্করণের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
‘মুজিব গ্রাফিক নভেল’ সপ্তম সংস্করণের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ● সংগৃহীত

‘মুজিব গ্রাফিক নভেল’ সপ্তম সংস্করণের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) স্টলে এই মোড়ক উন্মোচন করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক মুজিব গ্রাফিক নভেলের সব সংস্করণের একটি সেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

মোড়ক উন্মোচনকালে বাংলা একাডেমি সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, সিআরআই নির্বাহী পরিচালক সাব্বির বিন সামস এবং প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাবন্দি থাকাকালে বঙ্গবন্ধু লিখিত আত্মজীবনী ‘দ্য আনফিনিসড মেমোরিজ’ অবলম্বনে সিআরআই এই গ্রাফিক নভেল তৈরি করেছে।

এসএমএম

আরও সংবাদ