হামদর্দের এমডিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ১০:৪৯ এএম হামদর্দের এমডিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
হাকিম ইউছুফ হারুন ভুইয়া- ছবি: সংগৃহীত

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাকিম ইউছুফ হারুন ভুইয়াকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টার কিছু পরে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানা গেছে। 

প্রসঙ্গত, ১৯৭২ সালে হামদর্দের গুলিস্তান শাখায় ১৭০ টাকা বেতনের বিক্রয়কর্মী হিসেবে যোগ দেয়া ইউছুফ হারুন বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক। তার তিন সন্তানের একজন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অপর দু’জন পরিচালক। এদের নিয়েই গঠন করা হয়েছে হামদর্দ ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি কমিটি। ইউছুফ হারুন ও তার তিন সন্তানের বিরুদ্ধে হামদর্দকে কৌশলে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ও শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

এইচএস/টিএফ

আরও সংবাদ