• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০৫:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০১৯, ০৬:০৫ পিএম

‘অসুস্থ‍‍’ দাবি করে দুদকের কাছে সময় চাইলেন হামদর্দের এমডি

‘অসুস্থ‍‍’ দাবি করে দুদকের কাছে সময় চাইলেন হামদর্দের এমডি

অসুস্থ দাবি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সময় চাইলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাকিম ইউছুফ হারুন ভুইয়া।

মঙ্গলবার (১১ জুন) জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হওয়ার নির্দেশপত্র থাকলেও সময় চেয়ে ডাকযোগে আবেদন পাঠান তিনি ।  

দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান জানান, ডাকযোগে পাঠানো আবেদনে ইউছুফ হারুন অসুস্থ বলে দাবি করেছেন। কবে হাজির হবে সে বিষয়ে কিছু না বললেও যত তাড়াতাড়ি সম্ভব দুদকে হাজির হবেন বলে জানিয়েছেন।

১৯৭২ সালে হামদর্দের গুলিস্তান শাখায় ১৭০ টাকা বেতনের বিক্রয়কর্মী হিসেবে যোগ দেয়া ইউছুফ হারুন বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক। তার তিন সন্তানের একজন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অপরজন দু’জন পরিচালক। এদের নিয়েই গঠন করা হয়েছে হামদর্দ ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি কমিটি। ইউছুফ হারুন ও তার তিন সন্তানের বিরুদ্ধে হামদর্দকে কৌশলে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ও শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

এইচএস/ ডিজি