কর্তব্যের অবহেলায় বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০১৯, ০৯:৩৭ এএম কর্তব্যের অবহেলায় বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
বাদিক থেকে খন্দকার সাজ্জাদুর রহিম ও গাজী মাহমুদ ইকবাল- ছবি: সংগৃহীত

চুক্তিতে নিয়োগ পাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে চাকরিচ্যুত ও অপর এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- প্রকৌশল বিভোগের পরিচালক অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন খন্দকার সাজ্জাদুর রহিম ও ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রধান প্রকৌশলী গাজী মাহমুদ ইকবাল।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয়ে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

সূত্র জানিয়েছে, বিমানের পরিচালনা পর্ষদের সভায় প্রকৌশল বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) খন্দকার সাজ্জাদুর রহিমের নিয়োগ বাতিল করা হয়েছে। অন্যদিকে প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) গাজী মাহমুদ ইকবালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

গত ২০১৮ সালের ৩০শে এপ্রিল চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক পদে নিয়োগ পান খন্দকার সাজ্জাদুর রহিম। অন্যদিকে, বিমানে প্রধান প্রকৌশলী পদে স্থায়ী নিয়োগ পান গাজী মাহমুদ ইকবাল। খন্দকার সাজ্জাদুর রহিম প্রকৌশল বিভাগের পরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে ২০১৭ সালের ২রা মে থেকে ২০১৮ সালের ৪ঠা এপ্রিল পর্যন্ত এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন গাজী মাহমুদ ইকবাল।

এইচএম/টিএফ

আরও সংবাদ