উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ আসছে ড্রিমলাইনার ‘রাজহংস’ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৮:৫৮ এএম আজ আসছে ড্রিমলাইনার ‘রাজহংস’ 

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ দেশে আসছে। নতুন সূচি অনুযায়ী শনিবার (১৪ সেপ্টেম্বর ) বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এটি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শুক্রবার ১৩ সেপ্টেম্বর বেলা ১২টায় বিমানের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে। আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে দেশে এসে পৌঁছার কথা রয়েছে।

এর আগে বিমান রাজহংসে রাডারের কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে দেশে এসে পৌঁছায়নি। তবে ক্রুটি সারিয়ে রাজহংসের চাবি বিমানকে বুঝিয়ে দিয়েছে বোয়িং। বিমানকে উড়োজাহাজের মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার এবং বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম চাবি বুঝে নেন।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে এভারেটে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং রাজহংসকে উড্ডয়নের অনুমতি দিয়েছে। এর আগে আনুষ্ঠানিকভাবে বিমানকে রাজহংসের ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।

এর আগে বিমানের পক্ষ থেকে ১২ সেপ্টেম্বর রাজহংসের ঢাকায় আসার কথা জানানো হয়। ১৪ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় উড়োজাহাজটির আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা ছিল। এখন বিমান রাজহংস নিরাপদে বাংলাদেশে এসে পৌঁছালে উদ্বোধনের নতুন সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিমান।

২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার জন্য চুক্তি করে বিমান। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমানবহরে যোগ হয়েছে। সব শেষ উড়োজাহাজ ‘রাজহংস’ আসার মধ্য দিয়ে সম্পাদিত চুক্তির ১০টি উড়োজাহাজের সবই বুঝে পাচ্ছে বিমান। 

এইচ এম/টিএফ

আরও সংবাদ