সাড়ে ৬ লাখের বেশি ভূমির মামলা নিষ্পত্তি হয়েছে অনলাইনে 

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০১:২৫ পিএম সাড়ে ৬ লাখের বেশি ভূমির মামলা নিষ্পত্তি হয়েছে অনলাইনে 
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী -ছবি : জাগরণ

অনলাইনে ৬ লাখ ৫৫ হাজার ২২০টি ভূমির মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-নামজারির সক্ষমতা মূল্যায়নে গবেষণালদ্ধ ফলাফল ঘোষণার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেছেন, বর্তমান সরকারের এই অল্প সময়ে ১ কোটি ৮ লাখ ১৫ হাজার ৯৯৩ জন সুবিধাভোগী ই-নামজারি হতে সেবা পেতে শুরু করেছে।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাসনাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ভূমি মন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে মোট ১০ লাখ মামলা হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৫৫ হাজার ৮১৫টি মামলা অনলাইনে নিষ্পত্তি হয়েছে। বাকিগুলোও শিগগিরই নিষ্পত্তি হবে।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি ব্যবস্থাপনা নামজারি সেবা একটি গুরুত্বপূর্ণ জনবান্ধব সেবা। ভূমি সেবায় সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমাধ্যমে বর্তমান সরকারের ভিশন ২০২১ অর্জন তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-মিউটেশনের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। 

এমএএম/একেএস

আরও সংবাদ