সিদ্ধেশরীতে সাবেক যুগ্ম সচিবের আত্মহত্যা

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১০:১৬ এএম সিদ্ধেশরীতে সাবেক যুগ্ম সচিবের আত্মহত্যা

রাজধানীর মগবাজার মনোয়ারা হাসপাতাল থেকে মুক্তিযোদ্ধা মশিউর রহমান (৭৩) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। নিহত মশিউর রহমান একজন প্রাক্তন যুগ্মসচিব।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ খবর পেয়ে সিদ্ধেশরীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে রাত ১০টা দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রমনা থানার (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কাছে জানতে পেরেছি, তিনি মানসিক রোগী ছিলেন। রমনা সিদ্ধেশ্বরী লেনের এ/৬১৮ নম্বর বাসার ৫তলায় গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ওসি আরো জানান, মশিউর রহমানের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ছিলেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এইচ এম/টিএফ

আরও সংবাদ