রোহিঙ্গা সঙ্কট

‘বিশ্বনেতাদের সুনির্দিষ্ট অঙ্গীকার চাইবে বাংলাদেশ’

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১১:৩৪ এএম ‘বিশ্বনেতাদের সুনির্দিষ্ট অঙ্গীকার চাইবে বাংলাদেশ’
নিউ ইয়র্কে সাংবাদিক সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন-চ্যানেল টোয়েন্টিফোর

জাতিসংঘের ৭৪ তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অগ্রাধিকার, রোহিঙ্গা সঙ্কটের সমাধান খোঁজা, সে কথা আবারও জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রোববার (২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। চ্যানেলটোয়েন্টিফোর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর উদ্যেগে মিয়ানমারের সাথে আমরা বসব। সেখানে আলোচনা হবে, কিভাবে এই রোহিঙ্গা দের ফেরত নেয়া যায়। আমরা প্রত্যাবাসনের জোর দাবি তুলব। এটা আমরা আগেও করেছি। তারা হয়ত নতুন করে কোন তারিখ দিবেন। আমরা জানাব, তারিখ না, আগে বাস্তবে ‘নো-ম্যান্স’ ল্যান্ডে যারা আছেন তাদের নিয়ে যান। আগে দেখান, আমাদের সাংবাদিকদের নিয়ে যান, বিভিন্ন দেশের সাধারণ জনগণকে নিয়ে যান, দেখান আপনারা কি পরিবেশ তৈরি করেছেন। এগুলো না করে খুব একটা সুবিধা হবে না।

স্বাস্থ, শিক্ষা, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা সভায়। এছাড়া সৌজন্য সাক্ষাৎ হবে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথেও।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এটা সৌজন্য সাক্ষাৎ হবে। কারণ কিছুদিন পর দিল্লিতে আলাপ হবে। গত ১০ বছরে যে বিভিন্ন রকমের চুক্তি হয়েছে, সেগুলোর আলোচনা হবে। দিল্লির আলোচনা অনেক ফলপ্রসূ হবে। 

এসএমএম

আরও সংবাদ