মহাখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএনসিসির

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৯, ০৬:২১ পিএম মহাখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএনসিসির
মহাখালীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান কার্যক্রম-ছবি : জাগরণ

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মহাখালীতে বৃহস্পতিবার ( ৩ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে মহাখালী কমিউনিটি সেন্টারের সামনে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশন অফিস পর্যন্ত ফুটপাত থেকে ২০টি পাকা স্থাপনা এবং প্রায় ৫০টি অস্থায়ী সেমিপাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়।

ফুটপাত দখল করে ব্যবসা করায় দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

টিএইচ/এসএমএম

আরও সংবাদ