সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ

ডিএনসিসি’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৬:৩৩ পিএম ডিএনসিসি’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ইনবক্সে প্রতিদিন অনেক নাগরিক বিভিন্ন ধরনের অভিযোগ ও পরামর্শ দিয়ে থাকেন। এরই প্রেক্ষিতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার বনানীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে এ অভিযান চালানো হয়।

সে সময় ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রীর ধ্বংসাবশেষ রাখার অপরাধে ১৫৮/ই কামাল আতাতুর্ক এভিনিউ এর মালিক ও নির্মাণ ঠিকাদারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রীর ধ্বংসাবশেষগুলো পরিষ্কার করার নির্দেশ দেয়া হয়। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। 


টিএইচ/টিএফ

আরও সংবাদ