• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০৩:০৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০১৯, ০৩:০৪ পিএম

উত্তরায় আধুনিক শ্মশানঘাট নির্মাণে সহায়তার আশ্বাস মেয়র আতিকের

উত্তরায় আধুনিক শ্মশানঘাট নির্মাণে সহায়তার আশ্বাস মেয়র আতিকের
ফ্রেন্ডস ক্লাব মাঠে পূজামণ্ডপ পরিদর্শন শেষে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম -ছবি : জাগরণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম রাজধানী উত্তরা মডেল টাউনের তিন নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

রোববার (৬ অক্টোবর) এ উপলক্ষে এক আলোচনা সভায় মেয়র বলেন, আজকের এই শারদীয় দুর্গাপূজায় আমরা দেখতে পাচ্ছি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মুসলমান সবাই উৎসবে মিলিত হয়েছে এটাই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এ সময় তিনি বলেন, যাদের মন পরিষ্কার তারা শহরকে পরিষ্কার রাখে, অন্যকে ভালবাসে, অন্যের ধর্মকে শ্রদ্ধা করে ও সম্মান জানায়।

উত্তরায় কোনও শ্মশানঘাট নেই- এমন দাবির প্রেক্ষিতে মেয়র বলেন, শ্মশান ঘাটের জন্য আপনারা একটি সুবিধাজনক জায়গায় খুঁজে বের করুন আমি একটি আধুনিক শ্মশানঘাট প্রস্তুত করতে সকল ধরনের সহযোগিতা প্রদান করবো।

আলোচনা সভা শেষে মেয়র গান গেয়ে এবং ঢাক বাজিয়ে উৎসবে অংশ নেন।

পরিদর্শনকালে ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নাইন, উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি‌ সত্য কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রকৌশলী খোকন পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ/এসএমএম

আরও পড়ুন