ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় মন্ত্রিসভার সদস্যদের শোক

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৬:৪৯ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় মন্ত্রিসভার সদস্যদের শোক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মন্ত্রিসভার সদস্যরা। বিকালে আলাদাভাবে পাঠানো একাধিক শোকবার্তায় তারা এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারদের জন্য সমবেদনা জানিয়েছেন। এছাড়া আহতদের সুস্থতা কামনা করেছেন।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তাদের স্বাক্ষরিত শোকবার্তা পাঠানো হয়। সোমবার রাত পৌনে ৩টায় শোক ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম ও সিলেটের দুটি ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

শোকবার্তা পাঠিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,  তথ্যমন্ত্রী ড. হাছান মাহামুদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌ-পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রমুখ।

এমএএম/ এফসি

আরও সংবাদ