শাহজালাল বিমানবন্দরে ৬৪ কেজি সোনা উদ্ধার

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৯, ০৯:২১ এএম শাহজালাল বিমানবন্দরে ৬৪ কেজি সোনা উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৬৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানোর কথা রয়েছে। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান সাইফ এ তথ্য নিশ্চিত করেন। 

বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৬৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। আমদানি কার্গো ভিলেজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় ওই পরিমাণ সোনা উদ্ধার করা হয়। এসব সোনা কাচের ফ্রেমে বিশেষ কায়দায় লুকানো ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। সিঙ্গাপুর থেকে আসা বিজি ০৮৫ নম্বর ফ্লাইটে করে সোনার চালানটি ঢাকায় আসে। তল্লাশি করে ৬৪০টি সোনার বার পাওয়া গেছে। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম সমপরিমাণ। এর সঙ্গে জড়িত কাউকে এখনো পর্যন্ত আটক করা যায়নি। তা ছাড়া তাৎক্ষণিক ভাবে জব্দকৃত সোনার মালিকানা পাওয়া যায়নি। তবে আজ রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে সোনা উদ্ধারের বিস্তারিত জানানো হবে। 

এইচএম/একেএস

আরও সংবাদ