কোরবানির পশুর হাট বসবে কিনা, সিদ্ধান্ত বৃহস্পতিবার

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০২০, ০৩:০৫ পিএম কোরবানির পশুর হাট বসবে কিনা, সিদ্ধান্ত বৃহস্পতিবার
সংগৃহীত ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে এবার কোরবানির পশুর হাট বসবে কিনা বা বসলেও কিভাবে হবে তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে ২৫ জুন (বৃহস্পতিবার)। 

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, ঢাকা সহ অনান্য সিটি  করপোরেশনের মেয়র ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেবেন। ভাড়ায় সাইকেল নেয়ার সার্ভিস জো বাইকের উদ্বোধন করতে এসে এ তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এসময় তিনি আবারও লকডাউন নিয়ে উত্তর সিটি করপোরেশনের প্রস্তুতির কথা জানান।

জো বাইক ভাড়ায় সাইকেল চালানোর একটি পদ্ধতি। যা এর আগে পরীক্ষামূলকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হলেও রাজধানীতে প্রথম।

ভবিষ্যতে তা পুরো ঢাকায় ছড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

এসএমএম

আরও সংবাদ