প্রথম টিকা নিলেন যে পাঁচজন

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০৬:৪০ পিএম প্রথম টিকা নিলেন যে পাঁচজন

দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের টিকা নিলেন বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচজন। বুধবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তারা করোনার টিকা নেন করেন।

দেশে প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ নার্স রুনু ভেরোনিকা কস্তা। তারপর যথাক্রমে নেন হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা, মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

বিকেল ৪টা ৮ মিনিটে প্রথম টিকা গ্রহণ করেন রুনু ভেরোনিকা কস্তা। এরপর একে একে বাকিরা টিকা গ্রহণ করেন। 

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্ত হয়ে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বক্তব্য রাখেন।

আরও সংবাদ