ছাত্রদলের কমিটি গঠনে ভোটগ্রহণ চলছে

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৯:৩৯ পিএম ছাত্রদলের কমিটি গঠনে ভোটগ্রহণ চলছে

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার ( সেপ্টেম্বর) রাত পৌনে নয়টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় এ ভোট গ্রহণ শুরু হয়।

এর আগে সন্ধ্যা থেকে কয়েক দফা ছাত্রদলের কাউন্সিলরদের সঙ্গে স্কাইপিতে লন্ডন থেকে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারও আগে গতরাত মঙ্গলবার সারাদেশের কাউন্সিলরদের জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়। বুধবার বিকাল ৫টার মধ্যে তাদের ঢাকায় উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়। ছাত্রদল সূত্র জানায়, ভোট গ্রহণের পর রাতেই ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর পর সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেয় বিএনপি। গত ১৪ সেপ্টেম্বর শনিবার এ নির্বাচন হওয়ার কথা ছিল। সারাদেশের ছাত্রদলের ১০ সাংগঠনিক বিভাগের ১১৭ জেলা/ ইউনিটের মোট ৫৬৬ জন কাউন্সিলর ভোট দেয়ার কথা ছিল। কিন্তু বিলুপ্ত ছাত্রদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমান এ নির্বাচনের বিরুদ্ধে ঢাকার ৪র্থ সিএমএম আদালতে মামলা দায়ের করে গত ১২ সেপ্টেম্বর  বৃহস্পতিবার। আমানের আর্জি আমলে নিয়ে আদালত ছাত্রদলের নির্বাচনের উপর নিষেধাজ্ঞা জারি করলে এ নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর সংগঠনের নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার বিশেষ কাউন্সিল করে ছাত্রদলের নেতৃত্ব গঠনসহ সকল সিদ্ধান্ত নিতে তারেক রহমানের উপর সব ক্ষমতা অর্পণ করে।


টিএস/এমএইউ

আরও সংবাদ