‘৯৯৯ এ কল করে সেবা পেয়েছে ১ কোটি ৪২ লাখ মানুষ’

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০১:২৫ পিএম ‘৯৯৯ এ কল করে সেবা পেয়েছে ১ কোটি ৪২ লাখ মানুষ’

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ এ কল করে এ পর্যন্ত সেবা পেয়েছে ১ কোটি ৪২ লাখ মানুষ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিজিটাল সেবা ও কেস-ডাইরি নিয়ে বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় এই ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস এর নেতৃত্ব দিয়েছেন, যা বাংলাদেশে প্রথম। তার সহযোগিতায় ২০১৭ সালের ১২ ডিসেম্বর এই ৯৯৯ এর যাত্রা শুরু হয়েছিল।

তিনি আরো জানান, এই ৯৯৯ সেবায় ১৪২ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। এই লোকবল এখন ৫০০ তে উন্নীত করার চেষ্টা চলছে।

এমএএম/টিএফ

আরও সংবাদ