৪০ বছর আগের সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ?

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৪:৫৩ পিএম ৪০ বছর আগের সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ?
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

২০২২ ফুটবল বিশ্বকাপ ও ২০২৩ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে তাজিকস্তানের দুশানবেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। 

শক্তির বিচারে আফগানদের চেয়ে অনেক পিছিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ যেখানে অবস্থান করছে ১৮২ তে, আফগানিস্তান সেখানে আছে ১৪৯ নম্বরে। নিশ্চিতভাবেই এই ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে যুদ্ধবিধ্বস্ত দেশটি। 

অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় এসেছিল প্রায় ৪০ বছর আগে। ১৯৭৯ সালে এশিয়ান কাপের বাছাই পর্বে ৪-১ গোলের বড় ব্যবধানের বড় জয় পায় বাংলাদেশ। ওটাই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র জয়।

সর্বশেষ ২০১৫ সালে সাফে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়ে ৪-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এর আগে ওই বছরই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ ফুটবল দল। এখনো পর্যন্ত ৬ ম্যাচ খেলে সমান ১টি করে জয় পেয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান আর বাকি ৪ ম্যাচ হয়েছে ড্র। 

এমএইচবি

আরও সংবাদ