‘কোহলির সফলতার কারণ রোহিত-ধোনি’

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১২:২৮ পিএম ‘কোহলির সফলতার কারণ রোহিত-ধোনি’
সংগৃহীত ছবি

বিরাট কোহলি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন। তার ব্যাটিং সক্ষমতা নিয়ে প্রশ্ন নেই কারো। তবে অধিনায়কত্বের কথা এলেই যেন জায়গাটা কেমন নড়বড়ে হয়ে যায়। কোহলির নেতৃত্বের সক্ষমতা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন অনেকে। 

এবার কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তার সফলতার পেছনে দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও মাহেন্দ্র সিং ধোনির কৃতিত্ব দেখেন তিনি। 

গম্ভীর বলেন, ‘এখনো কোহলির অনেকটা রাস্তা যাওয়া বাকি রয়েছে । কোহলি শেষ বিশ্বকাপে খুব ভাল ছিল কিন্তু ওকে এখনো অনেকটা পথ যেতে হবে। ও আন্তর্জাতিক ক্রিকেটে একটা ভাল জায়গায় রয়েছে কারণ ওর কাছে রোহিত শর্মা ও এমএস ধোনি রয়েছে দীর্ঘদিন ধরে।’

কোহলির অধিনায়কত্বের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘অধিনায়কত্বের ক্ষমতা তখন বোঝা যায় যখন তুমি একটা ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিচ্ছ এবং অনেক প্রতিভাবাণ প্লেয়ার তোমার কাছে নেই।’

এমএইচবি

আরও সংবাদ