সাকিবকে নিয়ে এখনো আইসিসির আনুষ্ঠানিক তথ্য পাইনি : পাপন

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ০২:২৪ পিএম সাকিবকে নিয়ে এখনো আইসিসির আনুষ্ঠানিক তথ্য পাইনি : পাপন
নাজমুল হাসান পাপন। ফাইল ফটো

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবর এখন ক্রিকেটাঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। দুই বছর আগে এক জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, তিনি তা প্রত্যাখানও করেছিলেন। তবে সে তথ্য তিনি আইসিসি কিংবা বিসিবিকে জানাননি।

আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার যদি ফিক্সিংয়ের প্রস্তাব পান, তাহলে তা সঙ্গে সঙ্গেই জানাতে হবে তাদের। আর এই নিয়ম ভঙ্গ করলে ৬ মাস থেকে ৫ বছরের শাস্তি হবে ওই ক্রিকেটারের। 

সাকিব আকসুর জিজ্ঞাসাবাদে সহযোগিতা করায় ১৮ মাস শাস্তি দেয়ার ব্যাপারে আপাতত সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি- এমন গুঞ্জন ছড়িয়েছে চারপাশে।

এই ব্যাপারে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আনুষ্ঠানিকভাবে তারা এখনও কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) নিজ বাসভবনে গণমাধ্যমকে পাপন বলেন, 'আমরা আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি এখনও। তাই এই ব্যাপারে কিছু বলতে পারছি না।'

এমএইচবি/আরআইএস 
 

আরও সংবাদ