আইপিএলে থাকবে ‘নো বল’ আম্পায়ার

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৯, ১২:৪১ পিএম আইপিএলে থাকবে ‘নো বল’ আম্পায়ার

বর্তমানে মাঠে আম্পায়ার থাকেন দুই জন। আবার তারা যদি সংশয়ে ভুগেন তাহলে আছে একজন টিভি আম্পায়ারও। এছাড়া থাকেন থাকেন চতুর্থ আম্পায়ার এবং রিজার্ভ আম্পায়ারও। এতো আম্পায়ার থাকতেও কেবল ‘নো বল’ ডাকার জন্য বিশেষ আম্পায়ার রাখার পরিকল্পনা আইপিএল গভর্নিং কাউন্সিল।

আগামী বছর আইপিএলের পরবর্তী আসরেই এ সিদ্ধান্ত কার্যকর করার ইচ্ছে তাদের। তবে এর আগে ভারতের ঘরোয়া ক্রিকেটে নো বলের জন্য বিশেষ টিভি আম্পায়ার ব্যবহার করে দেখার কথাই ভাবা হচ্ছে। প্রথমে ভারতের রঞ্জি ট্রফিতে এই বিশেষ আম্পায়ারের পরীক্ষা করা হবে। 

এই আম্পায়ার মূলত পুরো ম্যাচের সবগুলো বলের নো বল দেখবেন এবং ভুল কিছু পেলে ওয়্যারলেসের মাধ্যমে সরাসরি জানাবেন মাঠে থাকা দুই আম্পায়ারকে। এতে করে মূল আম্পায়ারদের নজর এড়িয়ে যাওয়া নো বলগুলোও সহজে ধরা পড়বে বলে মনে করছেন আইপিএল আয়োজকরা।

এমএইচবি

আরও সংবাদ