• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ০৫:০৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০১৯, ০৫:০৬ পিএম

গোলাপি বলে অনুশীলনের পর কী বুঝলেন ইমরুল?

গোলাপি বলে অনুশীলনের পর কী বুঝলেন ইমরুল?
সংগৃহীত ছবি

কলকাতার ইডেন গার্ডেনেই প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় আর গোলাপি বলে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। অথচ মঙ্গলবারের আগে আর কখনো গোলাপি বলে অনুশীলনই করা হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। মিরপুরে এদিনই প্রথমবারের মতো এমন বলে অনুশীলন করেছেন ইমরুল কায়েস। 

এরপর তিনি বলেন, ‘গোলাপি বল সুইংটা একটু বেশি করে আমার কাছে মনে হল। যেহেতু আমি প্রথমবার অনুশীলন করলাম, সামনে হয়তোবা আরেকটু ভালো করে বুঝতে পারবো আসলে কী হয়। মিরপুরের উইকেট একটু কঠিন ছিল, কিন্তু আমার কাছে মনে হয় গোলাপি বলে সুইংটা বেশি করে।’

লাল বলের সঙ্গে পার্থক্য বোঝাতে ইমরুল বলেন,‘বলের সিম তো একইরকম হয়। তবে বলের যে পিচআপটা হয় লাল বলে সাইনটা (ধার) নষ্ট হতে একটু সময় লাগে। কিন্তু পিংক বলে আমি যতটুক খেললাম আমার কাছে মনে হয় যে, সাইনিংটা দ্রুত কমে। তবে যতক্ষণ থাকবে সুইংটা একটু বেশি করবে।’

এর আগে কখনো গোলাপি বলে খেলেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম টেস্টটাও হবে লাল বলে। এরপর ইডেনে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে যতটুকু সময় মিলবে ততটুকু প্রস্তুতি নিয়েই নামতে হবে ইডেনে গোলাপি বলের চ্যালেঞ্জ মোকাবেলা করতে। 

সময়টা কী কম হয়ে গেল? ইমরুলের জবাব, ‘আগে খেললে (গোলাপি বলে) তো অবশ্যই ভালো হত। কারণ আমরা তো অভ্যস্ত না, ওখানেই প্রথমবার। ভারতও কখনো খেলে নাই, আমরাও খেলি নাই। দুইটা দলের জন্যই নতুন অভিজ্ঞতা হবে বলা যায়। দুইটা দলই রোমাঞ্চিত।’

এমএইচবি

আরও পড়ুন