• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ০৮:০২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০১৯, ০৮:০২ পিএম

কোচ বলেছেন, সবসময় মন খুলে খেলতে : আফিফ

কোচ বলেছেন, সবসময় মন খুলে খেলতে : আফিফ
আফিফ হোসেন ধ্রুব। ফাইল ছবি

ভারতের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি জয়, সেটাও আবার তাদের মাটিতে। দাপটের সঙ্গেই ভারতকে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর কোচকে ধন্যবাদ দিয়েছিলেন ওই ম্যাচের সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম। 

মঙ্গলবার (৫ নভেম্বর) তরুণ আফিফ হোসেনকেও দেখা গেল কোচের প্রশংসায় পঞ্চমুখ হতে, ‘কোচ আমাদের বলেছেন, সব সময় মন খুলে খেলতে। যে যেভাবে খেলতে পছন্দ করে, তাকে সেভাবে খেলার স্বাধীনতা দেয়া হচ্ছে বলেই এভাবে খেলতে পারছে। সবাই নিজের জায়গা থেকে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করছে। এই পরিকল্পনাই ছিল দলের।’

ভারতের বিপক্ষে জয়ে বড় ভূমিকা ছিল আফিফেরও। ৩ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন তিনি। সঙ্গে দুবের ক্যাচ অসাধারণভাবে তালুবন্দি করেছেন এক হাতে। আর এমন পারফরম্যান্সের পর আফিফ ধন্যবাদ জানিয়েছেন সিনিয়র ক্রিকেটারদেরও। 

তিনি আরও বলেন, ‘আমাদের সিনিয়র খেলোয়াড়রা জুনিয়রদের অনেক সহায়তা করছেন। এটা আমাদের চাপহীন ও ভীতিহীন ক্রিকেট খেলতে অনেক সাহায্য করেছে। তারা সব সময় সহায়তা করে যাচ্ছেন। আশা করি সামনেও কোনো সমস্যা হবে না। ড্রেসিংরুমের অবস্থা ভালো।’

পরের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে আফিফ বলেন, ‘আমরা পরের ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। নিজেদের খেলা নিয়ে ভাবছি। নিজেদের সেরা পারফরম্যান্স করার পর দেখা যাবে। আপাতত সবার জায়গা থেকে আমাদের সেরা পারফরম্যান্সটা করার চেষ্টা করব। ম্যাচ জিতলে আসলে তেমন ভুল বের হয় না। এরপরও ব্যক্তিগতভাবে যার যে ভুল-ত্রুটি ছিল, সে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবে।’

এমএইচবি

আরও পড়ুন