তুষার ইমরানের পর ৯ হাজারি ক্লাবে অলক কাপালী

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ০৩:২৯ পিএম তুষার ইমরানের পর ৯ হাজারি ক্লাবে অলক কাপালী
অলক কাপালী। সংগৃহীত ছবি

একটা সময় ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ। তবে এখন তার ধারেকাছেও নেই। জাতীয় দলের জার্সিতে খেলার কোনো সম্ভাবনা না থাকলেও ক্রিকেটটা ঠিকই চালিয়ে যাচ্ছেন অলক কাপালী। ঘরোয়া লীগে রানও করছেন হরহামেশাই। 

এবার সেখানেই স্পর্শ করলেন অনন্য এক মাইলফলক। তুষার ইমরানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।  ২০০২ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় কাপালীর। এরপর বাংলাদেশের জার্সিতে এ অলরাউন্ডার খেলেছেন ১৭টি টেস্ট, ৬৯টি ওয়ানডে ও ৭টি টি-টুয়েন্টি।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যানও কাপালী। তুষার ইমরানের ১১ হাজার ৫২৫ রানের পর প্রথম শ্রেণিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এ ব্যাটসম্যান। তার রান সংখ্যা ৯০১৯। 

চলমান জাতীয় লীগে খুব একটা সুবিধা করতে না পারলেও ৯ হাজার রানের মাইলফলক ঠিকই অর্জন করেছেন। রাজশাহীতে তার দল সিলেটে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রোর। ৯ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ১৩ রান দূরে থেকে সিলেটের হয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেন তিনি। আউট হওয়ার আগে করেন ৩২ রান। 

এমএইচবি

আরও সংবাদ