পাকিস্তান সফরে নিরাপত্তার সঙ্গে বাধা রাজনৈতিক দূরত্ব : দুর্জয়

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০, ০৯:০৪ পিএম পাকিস্তান সফরে নিরাপত্তার সঙ্গে বাধা রাজনৈতিক দূরত্ব : দুর্জয়
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাইমুর রহমান দুর্জয়। ফটো : চ্যানেল টোয়েন্টি ফোর

পাকিস্তান সফরে টেস্ট না খেলা কোনো মতামত নয়, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। কারণ হিসেবে তিনি দুই দেশের রাজনৈতিক অবস্থানকে চিহ্নিত করেছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুর্জয় জানান, আলোচনা যতই হোক নিজেদের অবস্থান থেকে সরবে না বিসিবি। 

তিনি বলেন, পাকিস্তানে যেভাবে ক্রিকেট খেলা হচ্ছে খেলোয়াড়দের জন্য খেলায় পূর্ণ মনোযোগ রাখা কঠিন। যখন মাঠে যাবেন তখন বোঝা কঠিন যে ক্রিকেট খেলতে যাচ্ছেন নাকি যুদ্ধ করতে যাচ্ছেন! যুদ্ধ করতে নয় ক্রিকেট খেলতে যাবে ক্রিকেটাররা।

দুর্জয় বলেন, চারিদিকে এতো নিরাপত্তাবাহিনী, রুমের সামনে যদি সারাক্ষণ একে-৪৭ নিয়ে দাঁড়িয়ে থাকে কেউ, হোটেলেও খেলোয়াড়েরা স্বাধীনভাবে চলাচল করতে পারে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে। আমি মনে করে খেলোয়াড়েরা যখন খেলবে তখন শুধু খেলাটাই যেন মাথায় থাকে। 

আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। ২৩ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। অথচ ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আশা করছেন ২০ জানুয়ারি ঢাকায় আসবেন আইসিসি প্রধান নির্বাহী মানু সাওহনি। তার সাথে এ বিষয়ে আলোচনা করবেন। যদিও ততদিনে সিরিজের ভাগ্য নিশ্চিত হয়ে যাওয়ার কথা।

আরআইএস 
 

আরও সংবাদ