• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৯:২৫ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০১৯, ০৯:২৫ এএম

ফোন করে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী 

ফোন করে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী 

রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নেয়ার পর ফোন করে টাইগারদের জয়ের দুই নায়ক সাকিব আল হাসান ও লিটন দাস এবং দলীয় অধিনায়ক মাশরাফির সাথে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে অভিনন্দনে সিক্ত করেছেন,জুগিয়েছেন সামনের দিনে ভালো খেলেয়ার অনুপ্রেরণা।   

ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগ দেশের মানুষের অজানা নয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সূচনালগ্ন থেকেই অন্যতম প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় ছিলেন তিনি। 

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য তারাবীহর নামাজ পড়ে ক্রিকেটারদের জন্য দোয়া করেছিলেন তিনি। আর গতকাল টাইগারদের বিশ্বকাপের মঞ্চে এমন জয়ে তিনি উৎফুল্ল হবেন না, তেমন কি হয়! কালও প্রধানমন্ত্রীর প্রার্থনা জুড়ে শুধুই ছিলেন সাকিব-তামিমরা। 

৩২২ রানের লক্ষ্য তাড়া করে ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ে এমনিতেই এখন বিশ্বজুড়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সেখানে প্রধানমন্ত্রীর এই ফোনকল টাইগারদের জন্য হয়ে থাকবে বিশেষ কিছু। 

এমএইচএস