• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১২:২২ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১২:২২ এএম

তামিমের কাছে হেরে গেলেন সাকিব

তামিমের কাছে হেরে গেলেন সাকিব
ছবি ● সংগৃহীত

তামিম ইকবালের কাছে হেরে গেলেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল।

শুক্রবারের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোকাবেলা করবে তামিমের দল।

সাকিবের উপর বিশ্বাস রেখেছেন ফ্যানরা। হারিয়ে যাওয়া সাইফউদ্দিনেই তামিম ইকবালের আস্থা। এই পেসার বাঁধনহারা। ফরচুন বরিশালের উঠানে উৎসবের ঘনঘটা। সাইফউদ্দিন যে নিয়েছেন সাকিব আল হাসানের মূল্যবান উইকেটটা। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে মাথানিচু করে মাঠ ছাড়লেন মহাতারকা।

কাপ্তান তামিম এদিন ক্ষুরধার। মনোবল বাড়িয়েছেন সবার। ডিআরএস নেয়ায় তার বিচক্ষণতা। বড় ম্যাচে সাইফউদ্দিন পেয়েছেন ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাসটা।

গোটা বাংলায় উত্তেজনা। সাকিব-তামিম দ্বৈরথ বলে কথা। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। শুরুতেই বরিশাল অন ফায়ার।

এক ওভারেই সাইফউদ্দিনের জোড়া ধাক্কা। প্রথমে শেখ মেহেদী তারপর সাকিব আল হাসানের ফেরা। বরিশাল মাঠে বাস্তবায়ন করেছে পরিকল্পনা।

রনি তালুকদারের উইকেট তুলে নেন কাইল মেয়ার্স। ভীষণ চাপে রংপুর রাইডার্স। পাওয়ার প্লেতে মোটে ২৬ রান রংপুরের বোর্ডে। সাথে তিনটা্ উইকেটও হারিয়েছে।

পরিস্থিতি সামলাতে পারেননি নিকোলাস পুরান। ১২ বলে ওর ব্যাটে মাত্র ৩ রান। জিমি নিশামও বিপদ থেকে রংপুরকে উদ্ধার করতে পারেননি। ২৮ রানেই আউট তিনি।

১৫তম ওভারে জেমস ফুলারের জোড়া ধাক্কা। ৭৭ রানেই সপ্তম উইকেট হারায় রাইডাররা।

এমন খেলা দেখে টিভি সেট বন্ধ করে দিয়েছেন তারা বিরাট ভুল করেছেন। শামীম পাটোয়ারী পাশের দান উল্টে দিয়েছেন। ২০ বলেই যুববিশ্বকাপজয়ী তারকার ফিফটি। রংপুরকে ম্যাচে ফেরান তিনি।

ছিল একশর মাঝেই গুটিয়ে যাওয়ার শঙ্কা। তবে শামীমের ২৪ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংসে ১৪৯ রানের সংগ্রহ গড়ে সাকিবরা।

সাকিবের মতো তামিমও মেটাতে পারেননি ফ্যানদের প্রত্যাশা। ১০ রানেই বরিশালের কাপ্তানের ফেরা।

আবারো রংপুরকে ব্রেক থ্রু দিলেন আবু হায়দার রনি। মেহেদী মিরাজের উইকেটটাও নিয়েছেন তিনি।

পাওয়ার প্লেতে বরিশাল দুই উইকেট হারিয়েছে। ৪৯ রান তাদের বোর্ডে।

ভালোই খেলছিলেন সৌম্য সরকার। বলের লাইন মিস করে উইকেট গেল তার। তবে মুশফিক-মেয়ার্সের দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় তুলে নিল বরিশাল। সাকিবের দলকে হারিয়ে দিলেন তামিম ইকবাল।

শুক্রবার বিপিএলের মেগা ফাইনাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল।

২০২১ সালের বিপিএলেও ফাইনালে ছিলো এই দুই দল। সেবার জয় পেয়েছিল কুমিল্লা। এক বছর বিরতি দিয়ে আবার ফাইনালে দেখা হচ্ছে এই দুই দলের।

জাগরণ/খেলা/ক্রিকেট/বিপিএল/এসএসকে