• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২, ২০২৪, ০৩:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০২৪, ০৩:৫৮ পিএম

রাতে কোয়ার্টারের মহারণে আর্জেন্টিনা-ফ্রান্স

রাতে কোয়ার্টারের মহারণে আর্জেন্টিনা-ফ্রান্স

প্যারিস অলিম্পিকে পুরুষ ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মোকাবেলায় নামবে আর্জেন্টিনা।

ফ্রান্সের ষষ্ঠ বৃহত্তম মেট্রোপলিটন বোর্দোতে ম্যাচটি শুরু শুক্রবার (২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১টায়।

অলিম্পিকের মাঠে যেন কাতার বিশ্বকাপের ফাইনাল ফিরে আসছে আবার, যেখানে লড়েছিল এই দু'দেশের সিনিয়র টিমই।

এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে তুলনামূলক দুর্বল মিশন অথবা প্যারাগুয়ের মোকাবেলা করতে হবে। তারমানে, হেভিওয়েট এই ম্যাচটা জিততে পারলে প্যারিস অলিম্পিকের ফাইনালের বেশ কাছেও চলে যাওয়া যাবে। 

স্বাগতিক ফ্রান্স এবারের আসরে এখন পর্যন্ত সাত গোল করে ধরে রেখেছে তিনটি ক্লিনশিট।

মরক্কোর বিপক্ষে হার দিয়ে শুরু করলেও এই ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে সমস্যা হয়নি আর্জেন্টিনার। তবে ওদের আসল পরীক্ষাটা হতে চলেছে ফরাসিদের বিপক্ষেই।এ মাসের শুরুতে কোপা আমেরিকা জয়ের পর ফরাসি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বর্ণবাদী গান গেয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের একটি ভিডিও ভাইরাল হয়, এই ঘটনার পর প্রথমবারের মত ফ্রান্সের মোকাবেলা করতে যাচ্ছে আর্জেন্টিনা।

ফিফা ইতোমধ্যেই ঐ ভিডিওর তদন্তের নির্দেশ দিয়েছে। ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেসহ অনেকেই এই ভিডিওতে বর্ণবাদের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিলেন।

অলিম্পিকে খেলতে আসার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ইতোমধ্যেই ফরাসি সমর্থকদের দুয়ো ধ্বনি ও তোপের মুখে পড়েছে।

সর্বশেষ এই দুই দেশ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে পেনাল্টিতে জয়ী হয়ে শিরোপা জয় করে লিওনেল মেসির আর্জেন্টিনা।

জাগরণ/খেলা/অলিম্পিকফুটবল/এসএসকে