• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২০, ০৩:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২০, ০৩:৪৯ পিএম

কোভিড-১৯

একমাত্র আক্রান্ত ব্যক্তিও সুস্থ, খাগড়াছড়ি এখন করোনামুক্ত

একমাত্র আক্রান্ত ব্যক্তিও সুস্থ, খাগড়াছড়ি এখন করোনামুক্ত
সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া একমাত্র ব্যক্তি এরশাদ চাকমা সুস্থ হয়ে উঠায় পার্বত্য চট্টগ্রামের জেলাটি এখন করোনাভাইরাস মুক্ত।

আক্রান্ত এরশাদ চাকমার নমুনা টানা তৃতীয়বার নেগেটিভ এসেছে এবং তার সংস্পর্শে থাকা আরও ১৪ জনের নমুনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।

শুক্রবার (৮ মে) রাতে জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়ি জেলা এখন করোনা মুক্ত বলা যায়। দীঘিনালা কামাক্কাছড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা এরশাদ চাকমাকে বাড়িতে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেয়া হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ২ হাজার ১০২ জনের মধ্যে এখন কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ২১ জন। বাকিরা সবাই বাড়িতে চলে গেছেন। হোম কোয়ারেন্টাইনে রছেন ১২৪ জন।

গার্মেন্টস কর্মী এরশাদ চাকমা গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে খাগড়াছড়ির দীঘিনালায় আসেন। সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার প্রথম করোনাভাইরাস পরীক্ষার নমুনা রিপোর্ট পজেটিভ আসে।

এরপর গত ৫ ও ৮ মে দ্বিতীয় এবং তৃতীয় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে তাকে ছাড়পত্র দেয়া হয়।

এসএমএম

আরও পড়ুন