• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০১:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ০১:৩৫ পিএম

মঙ্গলের মাটিতে চীনের নভোযান

মঙ্গলের মাটিতে চীনের নভোযান

দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গল গ্রহের লাল মাটিতে রোভার নামানোর ইতিহাস গড়ল চীন।

শনিবার (১৫ মে) চীনের রাষ্ট্রীয় গণমাধ‌্যম এ তথ‌্য জানিয়েছে। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ছয় চাকাবিশিষ্ট নভোযানটির ওজন ২৪০ কেজি। এই নামকরণ করা হয়েছে চীনের অগ্নিদেবতার নামে। ‘ঝুরং’ নামের একটি রোভার রোবট লাল গ্রহের মাটিতে নেমেছে, যা বর্তমানে সেখানকার উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় আছে।

মঙ্গল গ্রহের মাটিতে চীনের এটিই প্রথম অভিযান। গত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে তিয়ানওয়েন-১। সাত মাসের চেষ্টার পর তিয়ানওয়েন-১ গত ফেব্রুয়ারিতে মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করে। এর সার্বিক তত্ত্বাবধানে আছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। 

১৯৭৩ সালের পর থেকে নাসা ছাড়া আর কোনো মহাকাশ সংস্থা মঙ্গলে অবতরণে সফল হয়নি। এর আগে ১৯৭১ সালের ২ ডিসেম্বর রাশিয়ার মার্স-থ্রি নভোযান মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করেছিল। কিন্তু মঙ্গলপৃষ্ঠে মাত্র দুই মিনিট যেতে না যেতেই নভোযানটি বিকল হয়ে পড়ে।