• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ১২:৩৮ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৬, ২০২১, ১২:৩৮ এএম

বন্ধ হলো পাবজি ও ফ্রি ফায়ার

বন্ধ হলো পাবজি ও ফ্রি ফায়ার
প্রতীকী ছবি

আদালতের নির্দেশের পর পাবজি, ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর গেম বন্ধের কাজ শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

তিনমাসের জন্য এই অনলাইন গেমগুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রুলের বিভিন্ন পক্ষ ও মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে শিশু-কিশোরদের জন্য ক্ষতিকর অনলাইন গেমের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

তবে, আপাতত শুধু পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

গত ১৬ আগস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি ও ফ্রি ফায়ার সহ ক্ষতিকর অনলাইন গেমগুলো বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।

এসব অনলাইন গেম এবং টিকটক, লাইকির মত ভিডিও স্ট্রিমিং অ্যাপ বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়।

এ ধরনের অনলাইন গেম এবং অনলাইন স্ট্রিমিং অ্যাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণ, পর্যালোচনা করার জন্য একটি কারিগরি দক্ষতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠন এবং এ বিষয়ে একটি নীতিমালা তৈরির নির্দেশ কেন দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।

জাগরণ/এসএসকে