• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ১২:৩০ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০২২, ১২:৩০ এএম

টুইটারের সব কার্যালয় বন্ধ

টুইটারের সব কার্যালয় বন্ধ

অস্থায়ীভাবে সব কার্যালয় বন্ধ করে দিয়েছে টুইটার।

শুক্রবার (৪ নভেম্বর) কার্যালয় বন্ধের পাশাপাশি কর্মীদের অভ্যন্তরীণ সিস্টেম অ্যাকসেস সুবিধাও বাতিল করা করেছে খুদে ব্লগ লেখার সাইটটি। ফলে কর্মীরা চাইলেও বিশেষ অনুমতি ছাড়া টুইটারের অভ্যন্তরীণ কোনও প্রযুক্তি ও সেবা ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারবেন না।

ছাঁটাই তালিকায় থাকা কর্মীর সংখ্যা জানা না গেলেও তা কয়েক হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এক সপ্তাহ আগে টুইটারের মালিকানা গ্রহণ করেই সাইটটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল সহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলন মাস্ক। টুইটারের দায়িত্ব নিয়ে প্রথমেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানান তিনি। রয়টার্স।

জাগরণ/তথ্যওপ্রযুক্তি/এসএসকে