• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ০৭:৫৭ পিএম

১০০ বলের ক্রিকেটে ২৫ বলের পাওয়ার প্লে

১০০ বলের ক্রিকেটে ২৫ বলের পাওয়ার প্লে
ফাইল ফটো

 

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের এবারের গ্রীষ্ম মৌসুমে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ১০০ বলের ক্রিকেট। পাঁচ সপ্তাহব্যাপী এই টুর্নামেন্ট চলবে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) কাউন্টি ক্লাবগুলোর সম্মতি পাওয়ায় ১০০ বলের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’র নিয়ম-কানুন ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৮টি কাউন্টি দলের মধ্যে ১৭টি দলই ১০০ বলের ক্রিকেট আয়োজনে সম্মতি প্রদান করেছে। 

ক্রিকেটের এই নতুন ফরম্যাটে ব্যাটিং ইনিংসের প্রথম ২৫ বলে থাকবে পাওয়ার প্লে। ওই  সময়ের ভেতর ৩০ গজের বৃত্তের বাইরে ২ জন ফিল্ডার থাকতে পারবে। প্রতি ইনিংসে ২ মিনিট ৩০ সেকেন্ডের স্ট্র্যাটেজিক টাইম আউট পাবে ফিল্ডিং দল।

‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটে প্রতি ১০ বল পরপর ব্যাটসম্যানরা প্রান্ত বদল করবে। তবে বোলিংয়ের নিয়মে এই ফরম্যাটে অদ্ভুত পরিবর্তন আনা হচ্ছে। একজন বোলার চাইলে একটানা ৫টি অথবা ১০টি বল করতে পারবে ফিল্ডিং করা দলের ইচ্ছা অনুসারে। তবে এক ইনিংসে কোনো বোলার ২০ বলের বেশি করতে পারবে না।

আরএস