• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০১৯, ১০:০৭ এএম

কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ

২৭ সদস্যের বাংলাদেশের দল ঘোষণা

২৭ সদস্যের বাংলাদেশের দল ঘোষণা
ফাইল ফটো

 

কম্বোডিয়ার বিপক্ষে আগামী ৯ মার্চ  আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) প্রাথমিক এই দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তালিকায় জায়গা পেয়েছেন সোহেল রানা।

২৭ সদস্যের প্রাথমিক দলে সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড় জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন চার ফুটবলার। ঢুকেছেন তরুণ ফুটবলারসহ একজন অভিজ্ঞ ফুটবলারও। 

প্রাথমিক দলে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের ৮ জন করে ফুটবলার সুযোগ পেয়েছেন। এছাড়া শেখ রাসেলের ৫ জন, আরামবাগের ৩ জন, সাইফ স্পোর্টিং ক্লাবেরে ২ জন ও শেখ জামালের ১ জন ফুটবলার সুযোগ পেয়েছেন।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী ও একমাত্র সন্তান হারানো গোলরক্ষক সোহেল রানা। দলে আবারো ফিরেছেন ফিফা ফ্রেন্ডলি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হাস্যকর গোল খেয়ে বাংলাদেশকে হারানো গোলরক্ষক শহিদুল আলম সোহেল। সাফ চ্যাম্পিয়নশিপে একইভাবে নেপালের বিপক্ষে হাস্যকর একটি গোল হজম করেছিলেন তিনি।  

২৭ সদস্যের বাংলাদেশ ফুটবল দল:

ঢাকা আবাহনী: শহীদুল ইসলাম সোহেল (গোলরক্ষক), তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, আতিকুর রহমান ফাহাদ, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, রুবেল মিয়া ও নবীব নেওয়াজ জীবন।  

বসুন্ধরা কিংস: সুশান্ত ত্রিপুরা, আনিসুর রহমান জিকো, মাসুক মিয়া জনি, ইমন মাহমুদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ ও মোহাম্মদ ইব্রাহিম।

শেখ রাসেল ক্রীড়া চক্র: আশরাফুল ইসলাম রানা, সোহেল রানা, বিপলু আহমেদ, বিশ্বনাথ ঘোষ ও ইয়াসিন খান।  

আরামবাগ ক্রীড়া সংঘ: রবিউল হাসান, মাঝহারুল ইসলাম ও আরিফুর রহমান। 

সাইফ স্পোর্টিং ক্লাব: জামাল ভুঁইয়া ও রহমত মিয়া। 

শেখ জামাল: মনজুরুর রহমান মানিক। 

আরএস