• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১০, ২০১৯, ১২:৫০ পিএম

স্বাধীনতার পর প্রথম আন্তর্জাতিক আসরে মহিলা হকি দল 

স্বাধীনতার পর প্রথম আন্তর্জাতিক আসরে মহিলা হকি দল 
ফাইল ফটো

 

আগামী ৯ থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় যুব মহিলা হকি এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) প্রতিযোগিতার বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ। 

এই প্রতিযোগিতায় অংশ নেয়ার মধ্যদিয়ে স্বাধীনতার পর এবারই প্রথম দেশের কোনো মহিলা হকি দল আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছে। 

হকি এশিয়ান হকি ফেডারেশন কাপের বাছাইপর্বে অংশ নিতে আগামী ১১ মার্চ থেকে প্রথমবারের মতো যুব মহিলা হকি দলের আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে।এশিয়ান হকি ফেডারেশন কাপ

এই ক্যাম্পে যোগ দেয়ার জন্য সারাদেশ থেকে ৩৫ জন নারী হকি খেলোয়াড়কে ডাকা হয়েছে। ৩৫ জন খেলোয়াড়ের ভেতর থেকে ২৫ জনকে এই এশিয়ান হকি ফেডারেশন কাপের বাছাইপর্বে খেলার জন্য দলে নেয়া হবে।

দীর্ঘমেয়াদি অনুশীলনের পর চূড়ান্তভাবে বাছাইকৃত ২৫ জনের শক্তিশালী একটি যুব মহিলা দলকে সিঙ্গাপুরে পাঠাবে হকি ফেডারেশন। 

আরএস